ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিবাহিত ছাত্রীদের হলে থাকা নিয়ে দেয়া নোটিশ স্থগিত

|

স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:

অবশেষে স্থগিত করা হলো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি মহিলা হলে থাকা যাবেনা ‘বিবাহিত ছাত্রীদের’ সংক্রান্ত একটি নোটিশ।

আজ সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে দেয়া এক নোটিশে বলা হয়েছে, গত ১১ ডিসেম্বর তারিখে যে নোটিশ দেয়া হয়েছিল সেই নোটিশের কার্যকারিতা স্থগিত করা হলো ।

এ বিষয়ে আলেমা খাতুন ভাসানী ছাত্রী হলের প্রভোস্ট রোকসানা হক রিমির কাছে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রীদের আবেদনের প্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করে বর্তমানে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

আরও পড়ুন: স্বতন্ত্র প্রার্থীকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি নৌকার প্রার্থীর, অভিযোগ দায়ের

উল্লেখ্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলেমা খাতুন ভাসানী ছাত্রী হলে ১১ ডিসেম্বর নোটিশ বোর্ডে দেখা যায়, বিবাহিত ছাত্রীদের হল ছেড়ে দিতে হবে ৩০শে ডিসেম্বরের মধ্যে। নইলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। এরকম হঠাৎ নোটিশে বিশ্ববিদ্যালয়ে বিবাহিত ও অবিবাহিত ছাত্রীদের মাঝে সমালোচনার ঝড় সৃষ্টি হয়।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply