সমুদ্রের গভীরে আছে এক রহস্যময় জগৎ। সেখানকার অনেক প্রাণী সম্পর্কেই এখনও মানুষের স্পষ্ট ধারণা নেই। এসব প্রাণী কখনও কখনও মানুষের মধ্যে তৈরি করে চমক। গভীর সমুদ্রের ঠিক তেমনই এক আজব প্রাণী ধরা পড়েছে রাশিয়ার এক জেলের জালে, প্রথম দেখায় প্রাণীটিকে দেখে মনে হবে অবিকল একটা চিজবার্গারের মতো।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার জেলে রোমান ফেডর্টসভ (৩৯) বেশ কয়েকদিন ধরে গভীর সমুদ্রে তার মাছ ধরার ট্রলারে মাছ ধরছিলেন। এ সময় তার জালে বেশকয়েকটি অচেনা প্রাণী ধরা পড়ে। তিনি এসব নাম না জানা প্রাণীর ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করতে শুরু করেন। রোমানের ইনস্টাগ্রামে ওইসব প্রাণীর ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা নেটিজেনদের নজরে আসে। তাদের মধ্যে অবিকল চিজবার্গারের মতো দেখতে ওই মাছটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। মাছটিকে নিয়ে উৎসুক সাধারণ মানুষ থেকে শুরু করে প্রাণী গবেষকরাও।
চিজবার্গারের মতো ওই সামুদ্রিক প্রাণীটি ছাড়াও রোমান আরও একটি প্রাণীর ছবি পোস্ট করেছেন, যেটি দেখতে একদন কার্টুনের মতো।
/এডব্লিউ
Leave a reply