প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ।
বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে নিজের ২৩ তম প্রথম শ্রেণির ম্যাচে এই কীর্তি গড়েন ২৭ বছর বয়সী নাসুম । চট্টগ্রামের জহুর আহমেদ চৌধরী স্টেডিয়ামে উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম দিনে ২৪ ওভার বল করে ৭২ রানে শিকার করেন মাত্র এক উইকেট।
আরও পড়ুন: ১ লাখ কোটি টাকার জিনিসই অবিক্রিত ম্যারাডোনার নিলামে
তবে পরদিন ২০ ওভারে ৫৪ রান দিয়ে নাসুম তুলে নেন ৫ উইকেট। এই ইনিংসে সব মিলিয়ে ১২৬ রান দিয়ে ৬ উইকেটে তুলে নিয়ে নাসুম পৌঁছে যান ১০০ উইকেটের এই মাইলফলকে।
Leave a reply