ভয়াবহ গতিতে ছড়াচ্ছে ওমিক্রন, বেহাল ইউরোপ-আমেরিকা

|

প্যারিসে করোনার নমুনা পরীক্ষার লম্বা লাইন। ফ্রান্সে দিনদিন বাড়ছে সংক্রমণ। দৈনিক গড় শনাক্তের সংখ্যা ১ লাখের কাছাকাছি। তাই ক্রিসমাসের ছুটিতে যাওয়ার আগে করোনার উপস্থিতি নিয়ে নিশ্চিত হতে চান সবাই। দেশটিতে টিকাগ্রহীতারা পিসিআর ও অ্যান্টিজেন টেস্টের সুযোগ পান বিনামূল্যেই।

এদিকে যুক্তরাজ্যে মহামারি শুরুর পর প্রথমবারের মতো ১ লাখ ছাড়িয়েছে দৈনিক সংক্রমণ। দেশটিতে ৩ কোটি মানুষ পূর্ণ ডোজ টিকা নিলেও, গত ৭দিনেই সংক্রমণ বেড়েছে ৫৯ শতাংশ।

একই চিত্র ইউরোপের অন্য শহরগুলোরও। স্পেনে সংক্রমণ শনাক্তের গড় ৫০ হাজারের ওপর। যার অন্যতম কারণ ওমিক্রন। এই অবস্থায় বাধ্যতামূলক মাস্কসহ বেশ কিছু কড়াকড়ি আরোপ করেছে দেশটি।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, টিকার ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। নিজ সুরক্ষার ওপরও জোর দিতে হবে। ইনডোর বা আউটডোর হোক জনসমাগম হলেই সেখানে মাস্ক বাধ্যতামূলক হবে। নমুনা পরীক্ষার হারও বাড়ানো হবে।

বেহাল অবস্থা যুক্তরাষ্ট্রেরও। আমেরিকায় ভয়াবহ গতিতে ছড়াচ্ছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট। যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ২৫ গুণ। যার ৭৩ শতাংশ ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত। কিছু কিছু এলাকায় এ হার ৯০ শতাংশ পর্যন্ত। ৭দিনে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ৮ হাজার মানুষ। যা আগের সপ্তাহের সাড়ে তিন গুণ বেশি।

দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক ড. রোচেল ওয়ালেনস্কি জানান, গত কয়েক সপ্তাহের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছে সিডিসি। সারাবিশ্বের মতোই দেশে খুব দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন। আমরা এক জটিল অবস্থায় আছি। সুরক্ষিত থাকার সবচেয়ে ভালো উপায় টিকা নিন। মাস্ক পরুন। ভিড়ে যেতে হলে কোভিড পরীক্ষা করুন।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এ পর্যন্ত ১০৬ দেশে শনাক্ত হয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply