লঞ্চে আগুন: ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন নৌ প্রতিমন্ত্রী

|

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ অগ্নিকাণ্ডের পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্বিক অবস্থা জানতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ঝালকাঠির উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোরে ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশে রওনা দেন তিনি। দুপুরের মধ‍্যে সেখানে পৌঁছাবেন মন্ত্রী। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত তিনটার দিকে ঝালকাঠি সদর উপজেলার গাবখান চ্যানেলে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটে। যাত্রীরা জানান, ঝালকাঠি লঞ্চ টার্মিনালের আগে গাবখান সেতুর কাছে পৌঁছার পর লঞ্চের ডেকে আগুন দেখতে পান তারা। পরে আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

যাত্রীদের ধারণা, ইঞ্জিন রুম থেকে ছড়িয়েছে আগুন। এসময় প্রাণ বাঁচাতে অনেক যাত্রী নদীতে লাফিয়ে পড়েন। তবে সবাই তীরে উঠতে পেরেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। দগ্ধসহ আহত শতাধিক যাত্রীকে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল মেডিকেল কলেজে চিকিৎসা দেয়া হচ্ছে।

লঞ্চটি বতর্মানে দেউরি গ্রামে বিষখালী নদীর তীরে ভেড়ানো আছে। সেখানে কাজ করছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ‘অভিযান-১০’ লঞ্চে প্রায় ৫ শতাধিক যাত্রী ছিলো বলে জানা গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply