এখন থেকে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে ই-পাসপোর্ট সেবা পাবেন প্রবাসী বাংলাদেশিরা।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দেশটির রাজধানী আবুধাবীতে ই-পাসপোর্ট সেবা চালু করেছে বাংলাদেশ সরকার।
মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে আরব আমিরাতে চালু হলো এ সেবা। সরকারের এ উদ্যোগে খুশি দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। প্রবাসীদের দাবি, এতে তাদের বহু দিনের স্বপ্ন পূরণ হয়েছে।
যাদের পাসপোর্টের মেয়াদ শেষ তাদের ই-পাসপোর্ট নেয়ার আহ্বান জানান আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। ভবিষ্যতে বিশ্বের অন্যান্য দেশেও ই-পাসপোর্ট সেবা চালুর কথা জানানো হয়। আরব আমিরাতে বসবাসরত স্বল্প আয়ের প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট ফি কম রাখা হবে বলে ঘোষণা দেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
Leave a reply