রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিশেষত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও উপজেলায় কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এ সময় কোনো কোনো স্থানে শিলাবৃষ্টি ও ভারী বর্ষণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে আজও ভোররাত থেকেই কালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ।
এরপর সকাল ৭টার কিছুক্ষণ আগে শুরু হয় বৃষ্টি।
আবহাওয়া অফিস বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বজ্রবৃষ্টি বৃষ্টির হতে। সেই সাথে কোথাও কোথাও শিলা বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
যমুনা অনলাইন: আরএম
Leave a reply