ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে নর্থ লন্ডনের দুই নগর প্রতিদ্বন্দ্বী আর্সেনাল ও টটেনহাম। নরউইচ সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের ৪-এ এখন মিকেল আর্টেটার দল। অন্যদিকে, ক্রিস্টাল প্যালেসকে ৩ গোলের ব্যবধানে হারিয়ে গানারদের ঠিক পরের অবস্থানেই আছে স্পার্সরা।
নরউইচের মাঠ ক্যারো রোডে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলেছে আর্সেনাল। টানা চতুর্থ ম্যাচ জয়ের পথে ৬ মিনিটেই বুকায়ো সাকার গোলে এগিয়ে যায় আর্টেটার দল। মার্টিনেল্লি, ওডেগার্ডরা খেলেছেন দারুণ। প্রথমার্ধের শেষ দিকে কাইরন টিয়েরনির গোলে ২ গোলের লিড নিয়ে বিরতিতে যায় লাকাজেটরা। দ্বিতীয়ার্ধে এমিল স্মিথ, নিকোলাস পেপেরা নামলে আক্রমণ আরও জোরালো হয় গানারদের। ৬৭ মিনিটে বুকায়ো সাকা করেন ম্যাচে তার দ্বিতীয় গোল। এরপর ৮৪ মিনিটে লাকাজেট এবং অতিরিক্ত সময়ে এমিল স্মিথ গোল করলে বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে আর্টেটার দল। এর মাধ্যমে ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে আছে আর্সেনাল।
আরও পড়ুন: ৯ গোলের থ্রিলারে লেস্টারকে হারালো ম্যান সিটি
টটেনহামের মাঠে শুরুতে লড়াই চালিয়ে স্পার্স- ক্রিস্টাল প্যালেস দুই দলই। ম্যাচের ৩২ মিনিটে হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় আন্তোনিও কন্তের টটেনহাম। মিনিট দুয়েক পরেই ব্যবধান আরও বাড়ান লুকাস মউরা। এই জোড়া আঘাতের মিনিট তিনেক পরেই ক্রিস্টাল প্যালেস ফরোয়ার্ড উইলফ্রায়েড যাহা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচে ফিরে আসা কঠিন হয়ে যায় পয়েন্ট টেবিলের ১২ তম অবস্থানে থাকা এই ক্লাব। উল্টো ৭৪ মিনিটে সন হিউন মিংয়ের গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে কন্তের শিষ্যরা। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তালিকার ৫ নম্বরে আছে স্পার্সরা।
আরও পড়ুন: মাঠে হার্ট অ্যাটাক করে ফুটবলারের মৃত্যু
Leave a reply