নওগাঁ শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এতে বিএনপির পূর্বঘোষিত সমাবেশ কর্মসূচি অনিশ্চিত হয়ে পড়েছে।
২৮ তারিখ নওগাঁয় বিএনপির সমাবেশ হওয়ার কথা ছিল। এই কর্মসূচি ঘিরে সরব হয়ে ওঠেন স্থানীয় নেতা কর্মীরা। কিন্তু এরমধ্যেই জেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করায় সেই সমাবেশ অনিশ্চিত হয়ে পড়েছে।
নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ ১৪৪ ধারার বিষয়টি নিশ্চিত করে জানান, নওগাঁ শহরের নওযোয়ান মাঠে ২৮ তারিখ যুবলীগ ও বিএনপি একই সময় সভা আহ্বান করায় উত্তেজনা দেখা দিয়েছে। তাই আজ ২৭ ডিসেম্বর বিকেলে ৩টা থেকে ২৯ তারিখ বিকেল ৩টা পর্যন্ত গোটা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে কেউ কোথাও সভা-সমাবেশ কর্মসূচি পালন করতে পারবে না।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে ভোট বাক্স নিয়ে ফেরার পথে হামলায় পুলিশ ও আনসারসহ আহত ১০
এদিকে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন বিএনপির স্থানীয় নেতারা।
জেডআই/
Leave a reply