বিশ্বজুড়ে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার বেড়ে যাওয়ায় অব্যাহত আছে বিমানের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল।
রোববার (২৬ ডিসেম্বর) বিভিন্ন দেশে নতুন করে প্রায় ১ হাজার ফ্লাইট বাতিল করা হয়। এ নিয়ে বিশ্বজুড়ে ৭ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হলো।
বিমান চলাচলের তথ্য জরিপকারী সংস্থা ফ্লাইট অ্যাওয়ার এসব তথ্য জানায়। এতে বলা হয়, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে বেশির ভাগই যুক্তরাষ্ট্র এবং চীনের। বড়দিন এবং থার্টিফার্স্টকে কেন্দ্র করে বেড়ে যায় বিমানের টিকিট বিক্রি। তবে করোনাভাইরাসের বিস্তার বেড়ে যাওয়ায় বিমান চলাচল বন্ধের উদ্যোগ নেয় বিভিন্ন দেশ।
ইউএইচ/
Leave a reply