দখলদারিত্ব বৃদ্ধির ঘোষণা দিয়েই দুঃসংবাদ শুনলেন বেনেট, যেতে হলো আইসোলেশনে

|

ছবি: সংগৃহীত।

মন্ত্রীসভায় অধিকৃত গোলান মালভূমিতে দখলদারিত্ব বাড়ানো সংক্রান্ত ঘোষণা দেয়ার পরই দুঃসংবাদ পান ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তার ১৪ বছর বয়সী মেয়ের শরীরে করোনা ধরা পড়েছে বলে খবর আসে। এরপরই আইসোলেশনে রাখা হয় তাকে।

দ্যা জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার (২৬ ডিসেম্বর) মন্ত্রীসভার বৈঠকে অংশ নেন বেনেট। সেখানে বৈঠকের এক পর্যায়েই জানতে পারেন তার মেয়ে করোনা পজেটিভ। এরপরই দ্রুত মন্ত্রীসভা ছেড়ে বেরিয়ে যান তিনি।

আরও পড়ুন: ৫ বছরে গোলান উপত্যকায় ইহুদি বসতি দ্বিগুণ করবে ইসরায়েল

তবে বৈঠকে অংশ নেয়ার আগে সকলের সাথে বেনেটও করোনার র‍্যাপিড টেস্ট করান, সেখানে করোনা নেগেটিভ ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে মেয়ে করেনায় আক্রান্ত হওয়ার পর সতর্কতার খাতিরে আইসোলেশনে গেছেন তিনি।

এটিই প্রথম নয়। এর আগে চলতি মাসের প্রথম দিকে সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরার সময় তার ফ্লাইটে এক ব্যক্তির করোনা ধরা পড়ে। সেই সময়ও আইসোলেশনে যেতে হয় বেনেটকে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply