দেশে এইডস আক্রান্ত রোগীদের সেবার আওতায় আনার হার বাড়ছে

|

ছবি: সংগৃহীত

দেশে এইডস আক্রান্ত হওয়ার পর রোগীদের চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসার হার প্রতি বছর বাড়ছে।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে বিএসএমএমইউতে ইন্টিগ্রেটেড বায়ো-বিহেভিওরাল সার্ভিল্যান্স-আইবিবিএস অব এইচআইভি ২০২০ শীর্ষক এক সভায় বক্তারা এ কথা জানান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় বক্তারা জানান, দুই বছর আগেও চিকিৎসা সেবার আওতায় থাকা রোগীর সংখ্যা ছিল ৬৫ শতাংশ। কিন্তু বর্তমানে তা দাঁড়িয়েছে ৭৭ শতাংশ। জাতিসংঘের চাহিদা অনুযায়ী এ লক্ষ্য ৯৫ শতাংশ। আগামী ৫ বছরের মধ্যে এই লক্ষ্য অর্জনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নীতিনির্ধারকরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply