প্রতিবন্ধী বৃদ্ধকে নিজ কোলে তুলে ভোটকেন্দ্রে নিয়ে গেলেন পুলিশ সার্জেন্ট। ভোট দেয়া শেষে ওই বৃদ্ধকে আবার বাড়িও পৌঁছে দিলেন।
রোববার (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের ভোটে নওগাঁর আত্রাইয়ে সার্জেন্ট মামুনের এমন উদ্যোগের পর প্রশংসায় ভাসছেন তিনি।
পুলিশ সার্জেন্ট আবদুল্লাহ আল মামুন ছিলেন নওগাঁর আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নের একটি কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে। হঠাৎ তার কানে আসে, কেন্দ্রের কাছেই বাড়ি, এমন এক প্রতিবন্ধী প্রবীণ ভোট দিতে চান। কিন্তু তাকে নিয়ে আসার কেউ নেই।
দ্রুত সার্জেন্ট মামুন ছুটে যান ওই ব্যক্তির বাড়িতে। নিজ কোলে তুলে বৃদ্ধকে নিয়ে যান ভোটকেন্দ্রে। মামুন ওই ব্যক্তির ভোটার নম্বর খোঁজা থেকে শুরু করে ভোট দেয়া পর্যন্ত সবকিছুতেই সহায়তা করেন প্রতিবন্ধী বৃদ্ধকে।
ভোট দেয়া শেষে আবারও কোলে নিয়ে বৃদ্ধকে বাড়িও পৌঁছে দেন পুলিশ কর্মকর্তা। একজন নাগরিককে তার ভোটাধিকার প্রয়োগ করতে সহায়তা করার দৃশ্যটি মোবাইল ফোনে ধারণ করে স্থানীয় এক ব্যক্তি। তা পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকেই প্রশংসায় ভাসছেন সার্জেন্ট আবদুল্লাহ আল মামুন।
/এডব্লিউ
Leave a reply