শপথ নিলেন কলকাতার ৩৯ তম মেয়র ফিরহাদ হাকিম

|

শপথগ্রহণ অনুষ্ঠানে নব নির্বাচিত মেয়র ফিরহাদ হাকিম ও অন্যান্য কাউন্সিলরগণ।

কলকাতার ৩৯ তম মেয়র হিসেবে শপথ নিয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম (৬২)। কলকাতা পৌরসভার ইতিহাসে এবারই প্রথমবারের মতো এবার উন্মুক্ত মঞ্চে শপথ গ্রহণ করেন শহরটির কোনো মেয়র। এর আগে, মেয়রদের শপথ গ্রহণ অনুষ্ঠান হতো কলকাতা পৌরসভা মিলনায়তনে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে কলকাতা পৌরসভায় নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুস্থিত হয়েছে।

এর আগে, গত ১৯ ডিসেম্বর কলকাতা পৌর করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পায় তৃণমূল। কলকাতা পৌরসভার ১৪৪টি ওয়ার্ডের ১৩৪টিতেই জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। নবনির্বাচিত মেয়র ফিরহাদ হাকিম পৌর করপোরেশনের ৮২ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়ে ১৭৬০৯ ভোটের ব্যবধানে জয় পান। ফিরহাদের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রতাপ সোনকার পেয়েছিলেন ২৬৯৩ ভোট।

শপথ গ্রহণ শেষে নবনিযুক্ত মেয়র ফিরহাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সেবার ব্রত নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমরা তার সে লক্ষ্য বাস্তবায়িত করব, কারণ আমরা সেবক। আমাদের লক্ষ্য হবে কলকাতাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলা। কলকাতাবাসীর প্রত্যাশা পূরণ করা। মমতার আদর্শে অনুপ্রাণিত হয়ে সেবা কার্যক্রম অব্যাহত রেখে কলকাতা পৌরসভাকে একটি আদর্শ পৌরসভায় রূপ দেয়াই আমাদের প্রধান লক্ষ্য।

ফিরহাদ হাকিম।

এর আগে, ২০১৮-২০২০ মেয়াদে কলকাতার মেয়র ছিলেন ফিরহাদ হাকিম। নির্বাচন বিলম্বিত হওয়ায় পৌরসভা ভেঙে দিয়ে তাকে পৌর করপোরেশনের মুখ্য প্রশাসনিক কর্মকর্তা করা হয়। তখন থেকে এ দায়িত্বে ছিলেন তিনি।

উল্লেখ্য, ভারতীয় উপমহাদেশের বেশ ক’জন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব এর আগে কলকাতার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে উল্লেখ্যযোগ্যরা হলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ (১৯২৪), নেতাজি সুভাষচন্দ্র বসু (১৯৩০), ডা. বিধানচন্দ্র রায় ( ১৯৩১) ও শেরেবাংলা ফজলুল হক (১৯৩৫) প্রমুখ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply