গণতন্ত্রের কথা বললেও যুক্তরাষ্ট্রই খুনিদের আশ্রয় দিয়েছে: প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির পিতার খুনিদের যারা আশ্রয় দিয়েছে, তাদের কাছে ন্যায় বিচার ও আইনের কথা শুনতে অবাক লাগে। মুখে গণতন্ত্রের কথা বললেও যুক্তরাষ্ট্রই ১৫ আগস্টের খুনিদের আশ্রয় দিয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের প্রকাশিত ‘বঙ্গবন্ধু ও বিচার বিভাগ’ বই ও মুজিববর্ষ স্মরণিকা ‘ন্যায় কন্ঠ’র প্রকাশনা অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুজিববর্ষ উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু ও বিচার বিভাগ’ এবং মুজিববর্ষ স্মরণিকা ‘ন্যায় কন্ঠ’র প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করে সুপ্রিম কোর্ট।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১৫ আগস্টের ঘটনা কারবালার ঘটনাকেও হার মানিয়েছে। কিন্তু আশ্রয়-প্রশ্রয় দিয়েছে বিভিন্ন পক্ষ। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ইংরেজির পাশাপাশি বাংলাতেও রায় লিখতে বিচারপতিদের প্রতি আহবান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। এতে দেশের বিচার ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধান বিচারপতি।

এমএন/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply