১৮ বছর পর বাংলাদেশের লজ্জার রেকর্ডের সঙ্গী হলো ইংল্যান্ড। চলমান অ্যাশেজ সিরিজে ব্রিসবেন, অ্যাডিলেডের পর মেলবোর্ন টেস্টেও হেরে বাংলাদেশের লজ্জার রেকর্ডে ভাগ বসিয়েছে জো রুটের দল।
টেস্ট ক্রিকেটে এক বছরে বাংলাদেশের করা সর্বোচ্চ হারের রেকর্ড স্পর্শ করলো ইংল্যান্ড। ২০০৩ সালে বাংলাদেশ হেরেছিল ৯টি টেস্ট। কিন্তু, অ্যাশেজে টানা তিন টেস্ট হেরে বাংলাদেশের এই রেকর্ড স্পর্শ করলো জো রুটের দল। চলতি বছর ইংল্যান্ড সবচেয়ে বেশি হেরেছে ভারতের কাছে। এ বছরে তাদের পরাজয় হওয়া ৯ টি টেস্টের ৫ টিই এসেছে ভারতের কাছ থেকে।
আরও পড়ুন: অভিষেকেই যেভাবে নায়ক বোল্যান্ড
এছাড়াও আরও কিছু পরিসংখ্যান দেখে জো রুটদের মন আরও খারাপ হতে পারে। এক বছরে সবচেয়ে বেশি ‘ডাক’ বা শূন্য রানে আউট হওয়ার ১৯৯৮ সালের রেকর্ডকেও স্পর্শ করেছে ইংলিশরা। অলি রবিনসন শূন্য রানের আউট হওয়ার মাধ্যমে থ্রি লায়ন্সদের ডাকের ৫৪ তম ঘটনাটি ঘটান। ২৩ বছর আগেও সমান সংখ্যক ডাকের অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়েছিল ইংল্যান্ড। এছাড়া, ১৪ দিনের কোয়ারেন্টাইন সম্পন্ন করে অস্ট্রেলিয়ায় প্রবেশের ১২ দিনের মধ্যে অ্যাশেজ হারার পরিসংখ্যানটি নিশ্চিতভাবেই রুটদের জন্য কাটা ঘায়ে নুনের ছেটার কাজ করবে।
আরও পড়ুন: ইউসুফকে টপকে রেকর্ড গড়া হলো না রুটের
এম ই/
Leave a reply