ইসরায়েলে ‘বার্ড ফ্লু’ নিয়ন্ত্রণে মেরে ফেলা হয়েছে ৫০ লাখ মুরগী ও ১০ হাজার টার্কি

|

ছবি: সংগৃহীত

‘বার্ড ফ্লু’ নিয়ন্ত্রণে অর্ধ-লক্ষের বেশি মুরগী এবং ১০ হাজারের মতো টার্কি ধ্বংস করলো ইসরায়েল। এছাড়াও পোল্ট্রি খামারিদের যথাযথ পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন পরিবেশ মন্ত্রী।

গেলো কয়েকদিনে দেশটির হুলা উপত্যকার হ্রদগুলোয় ভাসতে দেখা যায় হাজারো পরিযায়ী পাখির মরদেহ। এছাড়া জাতীয় উদ্যানের বিভিন্ন স্থান থেকে মৃত পাখি উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা। এ ঘটনায় নিরাপত্তা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। দেন- প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা।

এরইমাঝে, খামারিরা গৃহপালিত পাখি মেরে মাটিতে পুঁতে দিচ্ছেন বা জ্বালিয়ে দিচ্ছেন। তাতে শিগগিরই বাজারে ডিমের সংকট তৈরির শঙ্কা। পাখি থেকে মানব শরীরে সংক্রমণ বিরল। তবে ২০০৩ সালে বিশ্বব্যাপী ‘বার্ড ফ্লু’তে প্রাণ হারান ৪৫৬ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply