ভারতীয় সেনাবাহিনীর ৯ হাজার ৫০৫ একর জমি ভূমি মাফিয়াদের দখলে

|

ছবি: সংগৃহীত

বেআইনিভাবে ভারতীয় সেনাবাহিনীর ৯ হাজার ৫০৫ একর জমি দখলে নিয়েছে দেশটির দুর্নীতিগ্রস্ত ভূমি মাফিয়ারা। খবর নিউজ এইটিনের।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) কেন্দ্রীয় সরকারের সুরক্ষা মন্ত্রণালয় একটি রিপোর্টে এই তথ্য প্রকাশ করেছে। দেশের বিভিন্ন রাজ্যে সেনাদের জমিতে বেআইনিভাবে দখলের পরিসংখ্যান দেয়া হয়েছে এই রিপোর্টে।

সুরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা এই রিপোর্টে জানানো হয়েছে, ভারতের ৩০টি রাজ্যে ভারতীয় সেনাদের মোট ৯ হাজার ৫০৫ একর জমিতে বেআইনি হস্তক্ষেপ করা হয়েছে। মজার বিষয় হল, মাত্র তিনটি রাজ্যে এই ৯ হাজার ৫০৫ একরের প্রায় অর্ধেক জমি দখল করা হয়েছে। শুধুমাত্র উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে সেনাদের মোট ৪ হাজার ৫৭২ একর জমি বেআইনিভাবে দখল করা হয়েছে। তার মধ্যে উত্তরপ্রদেশে ১ হাজার ৯২৭ একর, মধ্যপ্রদেশে ১ হাজার ৬৬০ একর এবং মহারাষ্ট্রে ৯৮৫ একর জমি দখল করা হয়েছে।

খবরে বলা হয়, গত ৫ বছরে ভারত সরকার মাত্র ৪৩৫ একর জমি ফিরিয়ে নিতে সফল হয়েছে। সাধারণত প্রোমোটার, বিল্ডার বা স্থানীয় শক্তিশালী ব্যক্তিরা সেনাদের জমি দখল করে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, এতে ভারতীয় সেনাবাহিনীর কর্মচারী বা কর্মকর্তাদের হাত থাকে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply