৬ দিন রুদ্ধশ্বাস অভিযানের পর অবশেষে চেতনানাষক গুলি খাইয়ে রয়েল বেঙ্গল টাইগারটিকে ধরা সম্ভব হলো। ঘটনাটি ঘটেছে ভারতের কুলতুলির ডোঙাজোড়ায় শেখপাড়ার জঙ্গলে। বাঘকে ধরার জন্য ২টি খাঁচা পাতা হয়েছিল। টোপ হিসেবে দেয়া হয় মাংস। খবর এবিপি আনন্দের।
বন দফতর থেকে জানানো হয়েছে, ২টি চেতনানাষক গুলি খেয়ে বাগে এসেছে বাঘটি। বাঘকে কাবু করতে এর আগে রাতভর জঙ্গলে ট্রাঙ্কুলাইজার নিয়ে বনকর্মীরা অভিযান চালান। তারপর আজ বুধবার সকালে পিয়ালি নদী থেকে দমকলকর্মীরা প্রথম জল স্প্রে করে বাঘকে সরানোর চেষ্টা করেন। তারপর জঙ্গলে ছোড়া হয় মরিচ বোমা।
কুলতলির ডোঙাজোড়ায় শেখপাড়ায় জঙ্গলে রাতভর বাঘের গর্জন শোনা গিয়েছিল। জাল ছিঁড়ে বাঘটি বের হওয়ার চেষ্টা করে এমন প্রমাণও মেলে। কিন্তু বন দফতরের কর্মীরা তাকে ধরতে পারেনি। রাতে যেহেতু জঙ্গলে আলো জ্বালানো নিষেধ, তাই অন্ধকারে বন দফতরের কর্মীরা ট্রাঙ্কুলাইজার নিয়ে জঙ্গলে অভিযান চালান। কিন্তু বাঘের দেখা মেলেনি।
এর আগে পুরো জায়গাটা ৩ স্তরে নাইলনের জাল দিয়ে ঘিরে দেয়া হয়েছিল। উল্টোদিকেই রয়েছে পিয়ালি নদী। সেদিকে বন দফতরের নৌকা দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছিল। রোববার রাতে বাঘটি নাইলনের জাল ছিঁড়ে বের হওয়ার চেষ্টা করে। সোমবার সকালে জল সংলগ্ন ভেজা মাটিতে বাঘের আঁচড়ের দাগ দেখা যায়। পায়ের ছাপ দেখে বন দফতরের অনুমান এটি পুরুষ বাঘ। অন্তত ৫ দিন ধরে বাঘটি ক্ষুধার্ত রয়েছে। এটাই চিন্তা বাড়িয়েছিল বন দফতরের।
ইউএইচ/
Leave a reply