৭ ফেব্রুয়ারি ১৩৮টি ইউপিতে নির্বাচন

|

ফাইল ছবি।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ৭ ফেব্রুয়ারি ১৩৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (২৯ ডিসেম্বর) রাতে এই ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

ঘোষিত তফসিল অনুযায়ী এসব ইউপিতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১২ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৫ জানুয়ারি, আপিল দায়েরের শেষ তারিখ ১৮ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ২১ জানুয়ারির মধ্যে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ৭ ফেব্রুয়ারি।

১৩৮টি ইউপির মধ্যে ছয়টি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলো প্রচলিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

উল্লেখ্য, ইতোমধ্যে চার ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে ৫ জানুয়ারি এবং ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ২১৯টি ইউপিতে নির্বাচন হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply