নতুন প্রধান বিচারপতি হলেন হাসান ফয়েজ সিদ্দিকী

|

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

দেশের ২৩তম প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আগামী ৩১ ডিসেম্বর অবসরে যাবেন। তারপর দায়িত্ব নেবেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে তার নিয়োগপত্র স্বাক্ষর করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ইতোমধ্যে জারি হয়ে গেছে প্রজ্ঞাপন। আগামীকাল শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪ টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতি হিসেবে তিনি শপথ নেবেন বলে জানা গেছে।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০০১ সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি, ২০০৯ সালের ২৫ মার্চ হাইকোর্ট ডিভিশনে স্থায়ী বিচারপতি এবং ২০১৩ সালের ৩ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

এছাড়া হাসান ফয়েজ সিদ্দিকী বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবেও কাজ করেছেন। তিনি ৩০ এপ্রিল ২০১৫ সাল থেকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলার খোকসায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply