এক বছরে মুক্তি পাওয়া বাংলা ছবির হালহকিকত

|

লাল মোরগের ঝুঁচি ছবির দৃশ্যে আশনা হাবিব ভাবনা।

গত ৫২ সপ্তাহে, অর্থাৎ পুরো বছরজুড়ে মুক্তি পেয়েছে ৩০টি সিনেমা। তবে সেখানে প্রাপ্তির গল্পটা নয় আশানুরূপ। আলোর মুখ দেখা দুয়েকটি সিনেমা উঠিয়েছে লগ্নিকৃত অর্থ। ৮ থেকে ১০টি সিনেমা ছিল আলোচনায়। নামমাত্র মুক্তি প্রাপ্ত সিনেমার সংখ্যাও ১৫ এর কম নয়। গত বছরে বাংলা সিনেমা মুক্তির পরিসংখ্যান ও ব্যবসায়িক সাফল্য জেনে নেয়া যাক।

২০২১ সালের প্রথম শুক্রবার থেকে সিনেমা মুক্তি পেলেও পূরণ করতে পারেনি দর্শক প্রত্যাশা। তবে মার্চে আলোর মুখ দেখা স্ফুলিঙ্গ সিনেমা ছিল আলোচনায়। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমা প্রশংসিত হলেও প্রেক্ষাগৃহে পায়নি উল্লেখযোগ্য দর্শক।

বছরের মাঝমাঝি সময়ে শাকিব–মাহি অভিনীত সিনেমা নবাব এলএলবি। তবে সিনেমা হলে মুক্তির আগে এটি মুক্তি পায় ওটিটিতে। তবুও সিনেমাটি ছিল আলোচনায়।

করনার প্রকোপে জানুয়ারি থেকে সেপ্টেম্বর কখনো বন্ধ থেকেছে সিনেমা হল, কখনও ছিল চালু। ৯ মাসে ২৯ শুক্রবার থাকলেও সিনেমা মুক্তি পেয়েছে ১৫টি। এসময় ১ জানুয়ারি মুক্তি পেয়েছে রংবাজি দ্য লাফাঙ্গা, ৫ ফেব্রুয়ারি পাগলের মতো ভালোবাসি, ১৯ ফেব্রুয়ারি তুমি আছো তুমি নেই, ১২ মার্চ গন্তব্য, ১৯ মার্চ অলাতচক্র ও স্ফুলিঙ্গ, ২৬ মার্চ প্রিয় কমলা, ২ এপ্রিল টুঙ্গিপাড়ার মিয়াভাই ও যৈবতী কন্যার মন।

১৩ মে মুক্তি পেয়েছে সৌভাগ্য, ২৫ জুন নবাব এলএলবি, ১৬ জুলাই কসাই ২২ আগস্ট আগস্ট ১৯৭৫, ১০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে নারীর শক্তি।

প্রথম ৯ মাসে মুক্তি পেয়ছে ১৫টি সিনেমা। গল্পনির্ভর সিনেমাগুলোই প্রশংসা কুড়িয়েছে দর্শকের। পরের তিন মাসেও মুক্তি পেয়েছে সমান সংখ্যক সিনেমা। ১ অক্টোবর মুক্তি পেয়েছে চোখ, ৮ অক্টোবর পদ্মাপুরাণ, ১৫ অক্টোবর চন্দ্রাবতী কথা, ২২ অক্টোবর ঢাকা ড্রিম, ৫ নভেম্বর এ দেশ তোমার আমার, ১২ নভেম্বর রেহানা মরিয়ম নূর, ১৯ নভেম্বর হৃদয়ের আঙ্গিনায়, ২৬ নভেম্বর নোনা জলের কাব্য, ৩ ডিসেম্বর মিশন এক্সট্রিম, ১০ ডিসেম্বর লাল মোরগের ঝুঁটি ও কালবেলা, ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে মৃধা বনাম মৃধা। চিরঞ্জীব মুজিব ও রাত জাগা ফুল মুক্তি পেয়েছে ৩১ ডিসেম্বর।

এ ধাপে মুক্তি পাওয়া গল্প নির্ভর সিনেমাগুলোই প্রশংসা পেয়েছে দর্শকের কাছে। এছাড়া সাফটা চুক্তির আওতায় আমদানিকৃত সিনেমা বাজী মুক্তি পায় ১৫ অক্টোবর এবং গোলন্দাজ মুক্তি পায় ১৯ নভেম্বর।

২০২১ সালে বাংলাদেশের সিনেমা মুক্তি পেয়েছে ৩০টি। তবে প্রাপ্তির গল্পটা ঠিক আশাজাগানিয়া নয়। ২০২২ সালে প্রাপ্তির পরিপূর্ণ গল্পের জন্ম হবে কি?

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply