মহাকাশে পৌঁছেনি ইরানের স্যাটেলাইট

|

পৃথিবীর কক্ষপথ পেরোতে পারেনি ইরানের স্যাটেলাইট বহনকারী রকেট।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ইরানের উৎক্ষেপিত গবেষণা স্যাটেলাইটটি পৃথিবীর কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। খবর রয়টার্সের।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ হোসেইনি জানান, কক্ষপথে পৌঁছানোর জন্য উপযুক্ত গতি অর্জন করতে পারেনি রকেটটি। আহমদ হোসেইনি বলেন, কক্ষপথে পৌঁছার জন্য একটি পেলোডের গতি প্রয়োজন প্রতি সেকেন্ডে ৭৬০০ মিটার। আমরা ৭৩৫০ পর্যন্ত পৌঁছাতে পেরেছি।

এর আগে, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিলেও তা সফলভাবে কক্ষপথে পৌঁছাতে পেরেছিল কিনা তা জানায়নি তেহরান। তবে ইরানের বিজ্ঞানীরা ইঙ্গিত দিয়েছিলেন যে, কক্ষপথে রকেট পাঠানোর আগে এই স্যাটেলাইটটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হলো।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম ক্ষেপণাস্ত্র ও মহাকাশ কর্মসূচি রয়েছে ইরানের। এর আগে আরও বেশ কয়েকবার স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করলেও কারিগরি জটিলতায় সেসব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply