ওমিক্রনের হানায় আবারও কঠিন পরিস্থিতির মুখোমুখি ফ্রান্স। তবে, এর প্রেক্ষিতে কঠোর বিধিনিষেধ আরোপ না করার ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বর্ষবরণের আগে দেয়া এক বক্তব্যে ম্যাকরন বলেন, বাড়তি সংক্রমণের জেরে আগামী কয়েক সপ্তাহ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে ফ্রান্স। এমন পরিস্থিতিতে জনগণকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। একই সাথে, টিকা না নেয়া জনগোষ্ঠীকে যত দ্রুত সম্ভব ভ্যাকসিন নেয়ার অনুরোধ জানান তিনি।
আরও পড়ুন: শত্রুদের জন্য জীবন্ত কাসেমির চেয়ে শহীদ কাসেমি বেশি বিপজ্জনক: খামেনি
ম্যাকরন আরও বলেন, আমাদের আসল হাতিয়ার ভ্যাকসিন। সংক্রমণ কমানোর এটাই একমাত্র উপায়। তাই টিকা না নেয়া ৫০ লাখ মানষকে অনুরোধ করব, দেশ ও দেশের মানুষের স্বার্থে এতটুকু করুন। এতে হয়তো ২০২২ সালেই মহামারিমুক্ত হবে পৃথিবী।
ইউরোপে ওমিক্রমনের সংক্রমণ বেড়ে যাওয়ায় অঞ্চলটির বিভিন্ন দেশ বর্ষবরণের আয়োজন বাতিল করেছে। ফ্রান্স কর্তৃপক্ষও আতশবাজি নিষিদ্ধসহ জনসমাগম সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে।
জেডআই/
Leave a reply