করোনায় আক্রান্ত ভারতের ১০ মন্ত্রী

|

ছবি: সংগৃহীত।

করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের মহারাষ্ট্রের ১০ মন্ত্রী ও ২০ জন সংসদ সদস্য। শনিবার (১ জানুয়ারি) এ তথ্য জানান রাজ্যের উপ-মূখ্যমন্ত্রী আজিত পাওয়ার।

অজিত পাওয়ার জানান, করোনার সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে রাজ্যে কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে। মন্ত্রী-বিধায়করা আক্রান্ত হওয়ায় রাজ্যের বিধানসভা অধিবেশনের সময় কমানোর কথাও জানান এ নেতা। সবাইকে করোনা বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি।

এদিকে, বর্ষবরণ উপলক্ষে জমায়েত এড়াতে ১৪৪ ধারা জারি হয়েছে মুম্বাইয়ে। ওমিক্রন ভ্যারিয়েন্টের জেরে ভারতে আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এর মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এখনও অবধি ৪৫৪ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। যা গোটা দেশের মধ্যে সর্বোচ্চ।

আরও পড়ুন: ঠাণ্ডা পানিতে ২০২২টি ডুব দিয়ে অভিনব কায়দায় বর্ষবরণ

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply