ধোনির কারণেই শেষ দিকে জায়গা পাননি হরভজন!

|

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের শেষ দিকে দলে জায়গা না পাওয়ায় বিসিসিআইয়ের কর্মকর্তাদের দিকে আঙ্গুল তুললেন হরভজন সিং। এছাড়া দোষ দিয়েছেন মহেন্দ্র সিং ধোনিকেও। বলেছেন, বোর্ডের সমর্থন পেলে সবাই ধোনির মতো সাফল্য পেতেন।

হরভজন সিং ভারতের হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন ২০১৬ সালে। এরপর আরও পাঁচ বছর খেলা চালিয়ে গেলেও জাতীয় দলে আর ডাক পাননি এই অফস্পিনার। তবে ক্যারিয়ারের শেষ দিকে দলে ডাক না পাওয়ার কারণ হিসেবে তিনি দুষেছেন বিসিসিআইয়ের সেই সময়ের কর্মকর্তাদের। তখন ভারতের অধিনায়ক ছিলেন ধোনি । যে কারণে আঙ্গুল তুলেছেন তার দিকেও।

গত ২৪ ডিসেম্বর সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেন হরভজন সিং। এরপরই বিভিন্ন বিষয়ে তোপ দাগানো শুরু করেছেন সাবেক ই জাতীয় দলের ক্রিকেটার। এক সাক্ষাৎকারে বিসিসিআই এবং ধোনির উপর চড়াও হয়েছেন হরভজন। ৩১ বছর বয়সে টেস্টে ৪০০ উইকেট পূরণ করেন হরভজন। তিনি বলেন, মাত্র ৩১ বছর বয়সেই ৪০০ উইকেট পেয়েছিলাম আমি। কিন্তু এরপর আর খুব বেশি টেস্ট খেলার সুযোগ পাইনি। অনায়াসে আমি আরও ১০০-১৫০ উইকেট পেতে পারতাম।

আরও পড়ুন: ক্রিকইনফো’র বর্ষসেরা ওয়ানডে একাদশে তিন বাংলাদেশি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply