মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ; ৩ দেশের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করলো যুক্তরাষ্ট্র

|

ছবি: সংগৃহীত।

তিনটি আফ্রিকান দেশ ইথিওপিয়া, মালি ও গিনির বাণিজ্যমুক্ত শুল্ক সুবিধা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও সাম্প্রতিক সামরিক অভ্যুত্থানের কারণে দেশ তিনটির এ সুবিধা বাতিল করা হয়।

শনিবার (১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেনটেটিভ জানায়, নিজেদের জনগণের ওপর এই তিন দেশের সরকারের মানবাধিকার লঙ্ঘন ও অসাংবিধানিক পদক্ষেপের কারণে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। বিশেষ করে ইথিওপিয়ার উত্তরাঞ্চলে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। এ ছাড়া গিনি ও মালিতে অসাংবিধানিক উপায়ে সরকার বদলের ঘটনায় চিন্তিত তারা।

শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করা হলেও এই তিন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি দেশগুলোর সরকারও।

তবে বিবৃতিতে আরও জানানো হয়েছে, যদি এই তিন দেশ যুক্তরাষ্ট্রের দেয়া সব শর্ত পূরণ করে তাহলে আবারও শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা ফিরে পাবে তারা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply