পুতিন-এরদোগান ফোনালাপ; যে আলোচনা হলো

|

ছবি: সংগৃহীত।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনকলে কথা হয়েছেে।

রোববার (২ জানুয়ারি) বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই দুই নেতার মধ্যে এ ফোনালাপ হয়। দুই দেশের প্রেসিডেন্ট ভবন থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর আনাদোলুর।

বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে এরদোগান ও পুতিনের মধ্যে হয় ওই ফোনালাপ। তাদের আলাপে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কর্যক্রমও স্থান পায়। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করার বিষয়েও আলোচনা হয়।

আরও পড়ুন: ইসরায়েলি ঠিকানায় চিঠি না পাঠানোর ঘোষণা ফিলিস্তিনের ডাক বিভাগের

এছাড়া বর্তমান বিশ্বে আলোচিত এই দুই নেমার মধ্যে কথা হয় সিরিয়া ও লিবিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও। এছাড়া ককেশিয় দেশ আর্মেনিয়ার সাথে তুরস্কের বৈঠকে বসার কথাও হয়েছে এই ফোনালাপে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply