দুবাই বিমানবন্দরে চুরি করার সময় ধরা তিন ইসরায়েলি

|

ছবি: সংগৃহীত।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে চুরি করার সময় তিন ইসরাইলি নাগরিককে হাতেনাতে ধরেছে পুলিশ।

ইসরায়েলের গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, দুবাইয়ে ঘুরতে যাওয়া ওই তিন ইসরায়েলি পর্যটক বিমানবন্দরের দোকান থেকে শুল্কমুক্ত মদের বোতল, চকলেট ও স্বর্ণখচিত আইফোন চুরি করার চেষ্টা করে। ওই সময় হাতেনাতে ধরা পরে তারা।

এরপর অভিযুক্তদের কয়েক হাজার দিরহাম জরিমানা করা হয়। তবে তাদেরকে জেলে গ্রেফতার না করে ইসরায়েলে ফিরে যাওয়ার সুযোগ দেয়া হয়।

এর আগে, ২০২১ সালে দুবাইয়ের হোটেল থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি করার সময় কয়েকজন ইসরায়েলিকে আটক করেছিল দুবাই পুলিশ।

আরও পড়ুন- ইসরায়েলে শত শত পাখির মৃত্যু, এখনও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি

এনবি/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply