আলহামদুলিল্লাহ, তারেক রহমান সময়োচিত সিদ্ধান্ত নিয়েছেন: তৈমূর

|

অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

তৈমূর আলম খন্দকার বলেছেন, আলহামদুলিল্লাহ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা সময়োচিত সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদ থেকে প্রত্যাহার প্রসঙ্গে সোমবার (৩ জানুয়ারি) সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি। এখন গণমানুষের তৈমূর হিসেবে গণমানুষের কাছে ফিরে যাবেন বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে দলীয় পদ থেকে সরিয়ে দেয়া হলেও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মাঠে থাকার ঘোষণা দিয়েছিলেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

রোববার (২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়, নির্দেশিত হয়ে জানাচ্ছি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদ থেকে আপনাকে প্রত্যাহার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে দলীয় পদ থেকে তৈমূরকে কেন সরিয়ে দেয়া হলো, এ নিয়ে কোনো তথ্য জানায়নি বিএনপি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচন তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬ জানুয়ারি। এই নির্বাচনে হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে মেয়র পদে লড়ছেন তৈমূর আলম খন্দকার। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছাড়াও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক তৈমূর আলম খন্দকার। তবে ইতোপূর্বেই নির্বাচনের সময় দলীয় দায়িত্ব পালনের জন্য জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব দেয়া হয় যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রবিকে।

আরও পড়ুন- তৈমুরকে পদ থেকে সরিয়ে দিলো বিএনপি

এনবি/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply