ঝালকাঠিতে কলেজছাত্র লিমন হত্যাচেষ্টার অভিযোগে র্যাবের বিরুদ্ধে দায়ের মামলার রিভিশন আবেদন মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ আবেদন মঞ্জুর করেন।
২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুরে র্যাবের গুলিতে পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করে লিমন। এ ঘটনায় তার মা বাদি হয়ে বরিশাল র্যাবের ৬ সদস্যের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন।
কিন্তু পুলিশ র্যাব সদস্যদের নির্দোষ দাবি করে চূড়ান্ত প্রতিবেদন দিলে আদালত মামলাটি খারিজ করে দেন। পরে খারিজ আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করেন বাদি। ৪২-তম শুনানি শেষে আদালত র্যাবের বিরুদ্ধে দায়ের করা মামলার রিভিশন আবেদন মঞ্জুর করেন।
Leave a reply