নারায়ণগঞ্জে ঝুঁকিপূর্ণ গ্যাস সংযোগের ছড়াছড়ি, প্রতিকার চান ভোটাররা

|

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পুরো এলাকায় যত্রতত্র দেয়া হয়েছে গ্যাসের অবৈধ সংযোগ। অভিযোগ আছে, তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় কাউন্সিলরদের যোগসাজশে দেয়া হয় এমন ঝুঁকিপূর্ণ লাইন। অনেকের দাবি, এর ভাগ-বাটোয়ারার অংশ যায় সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তার পকেটেও। এমন দুর্নীতি অবহেলায় গ্যাস বিস্ফোরণে মৃত্যু যেন এই শহরের নিত্যদিনের ঘটনা।

অবৈধ গ্যাসের সংযোগের কারণে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় ২০২০ সালে বায়তুস সালাহ মসজিদে গ্যাস বিস্ফোরণে মারা যান ৩৪ জন। প্রায় দেড় বছর পরও নামাজের জন্য খুলে দেয়া হয়নি মসজিদের নিচ তলা। যেখানে সিজদায় মাথ নত হতো মুসল্লিদের সেখানে জমে আছে হাটু পানি। যেন হাহাকার নিয়ে অনিয়ম দুর্নীতির স্বাক্ষ্য দিচ্ছে ক্ষতবিক্ষত মসজিদটি।

আসন্ন নির্বাচনে বিজয়ী প্রার্থীরা অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে সোচ্চার হবেন সেই চাওয়া ভোটারদের। এলাকাবাসীর অভিযোগ, একেকটি সংযোগ পেতে ঘুষ দিতে হয় প্রায় লাখ টাকা। কিন্তু এসব অবৈধ লাইনে নিম্নমানের পাইপ ব্যবহারের কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। তবে এসব দেখার যেন সময় নেই স্থানীয় জনপ্রতিনিধিদের। তাই নাগরিক সুবিধা নিশ্চিতে দুর্নীতিমুক্ত করপোরেশন গড়ে তোলার তাগিদ দিয়েছেন ভোটাররা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply