সুদানে গণতন্ত্রের দাবিতে আন্দোলনে সরকারের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস।
মঙ্গলবার (৪ জানুয়ারি) এ কথা জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ। একই সাথে গণতন্ত্রকামীদের আন্দোলনে সমর্থনের কথাও জানান তিনি।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র আরও বলেন, সুদানের পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। মহাসচিব চলমান সহিংসতায় নিন্দা জানিয়েছেন। শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সংলাপে জড়িতদের প্রশংসা করেন তিনি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সুদানের জনগণের লড়াইকে সমর্থন করে জাতিসংঘ।
এর আগে, গত ২ জানুয়ারি সুদানে গণবিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আবদাল্লাহ্ হামদক। পদত্যাগের সময় তিনি বলেন, দেশ পরিচালনায় ঐক্যমত্য এবং সমঝোতায় পৌঁছাতে প্রয়োজন সংলাপের।
গত ২৫ অক্টোবর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের সময় হামদাককে গৃহবন্দি করে সেনাবাহিনী। এরপরই সুদানের সামরিক বাহিনী আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা-সমালোচনার মুখে পড়ে। তাই চুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রীর পদে হামদককে ফেরাতে তারা বাধ্য হয়। কিন্তু সেনা শাসনের বিরুদ্ধে বিরুদ্ধে রাস্তায় নামেন সাধারণ মানুষ।
আরও পড়ুন: করোনা টিকার চতুর্থ ডোজ পাঁচ গুণ বেশি অ্যান্টিবডি তৈরি করে: ইসরায়েলি প্রধানমন্ত্রী
জেডআই/
Leave a reply