উত্তাল কাজাখস্তান, রাশিয়ার সহায়তা চাইলেন প্রেসিডেন্ট

|

ছবি: সংগৃহীত

বিক্ষোভ সহিংসতায় এখনও উত্তাল কাজাখস্তান। পরিস্থিতি সামাল দিতে না পেরে রাশিয়ার সহায়তা চাইলেন প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্থানীয় সময় খুব ভোরে টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি রাশিয়ার নেতৃত্বাধীন সিএসটিও জোটের কাছে সাহায্য চাওয়ার কথা জানান। ফেসবুক পোস্টে সাবেক সোভিয়েতভুক্ত সামরিক জোটের চেয়ারম্যান নিশ্চিত করেন, সীমিত সময়ের জন্য কাজাখস্তানে শান্তিরক্ষী বাহিনী পাঠানো হবে।

বুধবার চতুর্থ দিনে গড়ায় কাজাখদের বিক্ষোভ। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হলেও সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয় তা। বিক্ষোভকারীদের দমনে মিছিলে গুলিও ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। তবে রাজপথ ছাড়তে নারাজ আন্দোলনকারীরা। প্রেসিডেন্টের পদত্যাগ চায় তারা। ব্যাপক বিক্ষোভের জেরে বুধবার, দেশটির মন্ত্রিসভা বিলোপ করেন প্রেসিডেন্ট তোকায়েভ।

আরও পড়ুন: টিকা না নিলে জীবন দুর্বিষহ করে তোলা হবে: ম্যাক্রোন

প্রেসিডেন্ট তোকায়েভের দাবি, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো নেতৃত্ব দিচ্ছে বিক্ষোভে। এদিকে, কাজাখস্তান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সবপক্ষকে শান্ত থাকার আহ্বানও জানায়।

উল্লেখ্য, ২০১৯ সালে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট তোকায়েভ স্বাধীন কাজাখস্তানের দ্বিতীয় প্রেসিডেন্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply