সন্তানদের কোভিড টিকা দেয়ার বিষয়ে প্রবল আপত্তি। তাই টিকা এড়াতে স্কুল থেকে নিজের সন্তানদেরই ‘অপহরণ’ করলেন এক নারী। এমনে অভিযোগ তুলেছেন ওই নারীর প্রাক্তন স্বামী। ঘটনাটি ঘটেছে স্পেনের রাজধানী মাদ্রিদে।
ওই নারী এবং তার প্রাক্তন স্বামীর মধ্যে আইনি লড়াই চলছে। তার প্রাক্তন স্বামীর অভিযোগ, তাকে না জানিয়ে দুই সন্তানকে অন্য জায়গায় সরিয়ে দিয়েছেন তার প্রাক্তন স্ত্রী।
ওই ব্যক্তি আরও অভিযোগ করেন, গত ৪ নভেম্বর থেকে দুই ছেলের সঙ্গে দেখা হয়নি তার। আদালত জানিয়েছিল, সন্তানদের টিকা দেয়া হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে বাবার। আদালতের সেই রায়ের পরই দুই ছেলেকে ‘অপহরণ’ করেন তাদের মা।
ওই ব্যক্তির অভিযোগ, তার স্ত্রী আগেই চিঠি দিয়ে জানিয়েছিলেন, তিনি স্কুল থেকে ছেলেদের নিয়ে যাবেন।
আদালত যখন রায় দেয় যে ছেলেদের টিকা দেয়া হবে কি না সে সিদ্ধান্ত নেয়ার অধিকার তাদের বাবার রয়েছে, সেই রায় জানার পরই ছেলেদের অপহরণ করেছেন তার প্রাক্তন স্ত্রী। বিষয়টি জানিয়ে পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি। এর পরই দুই নাবালককে উদ্ধার করে তাদের বাবার হেফাজতে দেয় পুলিশ।
সূত্র: দ্য সানডে টাইমস।
আরও পড়ুন-করোনা আক্রান্ত নার্সের জ্ঞান ফেরালো ভায়াগ্রা
এনবি/
Leave a reply