ভারতে একদিনে করোনা শনাক্ত বেড়েছে সাড়ে ৫৬ শতাংশ

|

সংগৃহীত ছবি

ভারতে সবশেষ ২৪ ঘণ্টায় ৯০ হাজার ৯২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছিল ৫৮ হাজার ৯৭ জনের। সে হিসেবে একদিনের ব্যবধানে শনাক্ত সাড়ে ৫৬ শতাংশ বেড়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

ভারতে নতুন করে করোনায় ৩২৫ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ব্যাপকভাবে বাড়তে থাকায় দিল্লি ও মহারাষ্ট্রের মতো কিছু রাজ্যে রাত্রিকালীন কারফিউ ছাড়াও অন্যান্য বিধিনিষেধ নতুন করে জারি করা হয়েছে।

এদিকে এখন পর্যন্ত ভারতে মোট ২ হাজার ৬৩০ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে একজনের। ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৭৯৭ জন মহারাষ্ট্রের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply