মেক্সিকোয় পৈশাচিক কায়দায় হত্যার পর র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রাখা ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির জাকাতাস প্রদেশের গভর্নরের কার্যালের সামনে একটি গাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
কর্তৃপক্ষ জানায়, গভর্নরের কার্যালয় সংলগ্ন পার্কে থাকা একটি ক্রিসমাস ট্রির সামনে ফেলে রাখা হয় গাড়িটি। মরদেহগুলোর শরীরে মারাত্মক নির্যাতনের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হয়েছে মেক্সিকো মাফিয়া গোষ্ঠীগুলোর মধ্যে চলা দ্বন্ধের কারণেই তাদের হত্যা করা হয়েছে।
মেক্সিকোর সবচেয়ে অপরাধ প্রবণ অঞ্চল হলো জাকাতাস। গত এক বছরে অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে চলা সহিংসতার কারণে প্রাণ গেছে ১ হাজারের বেশি মানুষের।
এসজেড/
Leave a reply