বাংলাদেশসহ ৯টি দেশকে করোনাভাইরাসের ব্যতিক্রমী লাল তালিকায় অন্তর্ভুক্ত করেছে কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয়। এর ফলে দেশটিতে আসা-যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশি যাত্রীদের অধিকতর কড়াকড়ির মুখোমুখি হতে হবে।
কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, এ তালিকায় বাংলাদেশেসহ মোট ৫৭টি দেশের নাম আছে। বাংলাদেশসহ ৯টি দেশের নাম আছে ব্যতিক্রমী লাল তালিকায়। এসব দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে নতুন ভ্রমণ-বিধি কার্যকর করা হবে। শনিবার (৮ জানুয়ারি) থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে।
ব্যতিক্রমী লাল তালিকার দেশগুলোর যাত্রীদের যা করতে হবে-
টিকার পূর্ণ ডোজ নেয়া থাকলেও বাংলাদেশসহ ব্যতিক্রমী লাল তালিকার দেশগুলো থেকে কাতারের বাসিন্দাদের ফেরার পর ২ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। কাতারে নামার আগে আবার ৭২ ঘণ্টার মধ্যে এবং পৌঁছানোর পর ৩৬ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করাতে হবে।
আরও পড়ুন: ওমরাহ পালনে নতুন নির্দেশনা দিলো সৌদি সরকার
টিকা না নেয়া যাত্রীরা কাতারে পৌঁছানোর পর ৭ দিন হোম কোয়ারেন্টিন করতে হবে। দেশটিতে পৌঁছানোর ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের পাশাপাশি কোয়ারেন্টিনের ষষ্ঠ দিনেও টেস্ট করাতে হবে। সেই টেস্টে নেগেটিভ এলেই কেবল সপ্তম দিনে কোয়ারেন্টিন থেকে মুক্ত হবেন ওই যাত্রী।
/এনএএস
Leave a reply