চাঁদপুরে নির্বাচনী সহিংসতায় আরও একজনের মৃত্যু

|

নির্বাচনী সহিংসতায় শুক্রবার নিহত মিজান গাজী।

স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর:

পঞ্চম ধাপে অনুষ্ঠিত চাঁদপুরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনায় আহত মিজান গাজী (৫৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নির্বাচনী সহিংসতায় জেলায় তিনজনের মৃত্যু হলো।

গত বুধবার (৫ জানুয়ারি) চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নে জামিয়া ফাজিল মাদ্রাসা ভোট কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় আহত হন মিজান গাজী। এসময় তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার (৭ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা।

আরও পড়ুন: ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৩

এর আগে পঞ্চম ধাপে গত ৫ জানুয়ারি কচুয়া উপজেলায় নির্বাচনী সহিংসতায় গুরুতর আহত শরীফ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এছাড়াও হাইমচর উপজেলায় নীলকমল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচনী সহিংসতায় মীর হোসেন ব্যাপারী (৪০) নামে একজন নিহত হন। তিনি শরীয়তপুরের পালং থানার পূর্ব সোনামুখী গ্রামের এরফান বেপারীর ছেলে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply