পিএসজির কোচ হতে যাচ্ছেন জিদান!

|

ছবি: সংগৃহীত

পিএসজির কোচ হতে যাচ্ছেন জিনেদিন জিদান। আগামী গ্রীষ্মকালীন দলবদলে ফরাসি জায়ান্টদের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। এমন খবর জানিয়েছে আরএমসি স্পোর্টস ও ডেইলি মেইল।

সেক্ষেত্রে এই মৌসুমেই শেষ হতে যাচ্ছে পিএসজিতে বর্তমান কোচ মরিসিও পচেত্তিনোর সময়। ফরাসি গণমাধ্যম আরএমসি স্পোর্টস জানিয়েছে, দলের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে আটকাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে পিএসজি। জিদান পিএসজির কোচ হলে রিয়াল মাদ্রিদে যাবেন না এমবাপ্পে। এমন সম্ভাবনা থেকেই জিজুকে কোচ করতে যাচ্ছে ফরাসি ক্লাবটি। কারণ, জিদানের অধীনে খেলার আগ্রহ থেকেই রিয়াল মাদ্রিদে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন এমবাপ্পে।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র!

আর জিদানের পিএসজি কোচ হওয়ার এই খবরটি নিশ্চিত করেছেন সাংবাদিক দানিয়েল রিওলো। এর আগে মেসির পিএসজি যাওয়ার খবর সবার আগে তিনিই নিশ্চিত করেছিলেন। আফটার ফুট নামক পডকাস্টে দানিয়েল রিওলো বলেন, জুনের আগেই পিএসজির কোচ হতে যাচ্ছেন জিদান।

আরও পড়ুন: স্লো ওভার রেটের শাস্তি এবার দেয়া হবে ম্যাচের মধ্যেই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply