মোদির নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগে ব্যস্ত কংগ্রেস-বিজেপি

|

ছবি: সংগৃহীত

পাঞ্জাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগে ব্যস্ত কংগ্রেস ও বিজেপি। এমন পরিস্থিতিতে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের আলাদা তদন্ত বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে আদালত পাঞ্জাব হাইকোর্টের রেজিস্টারকে প্রধানমন্ত্রীর সুরক্ষা বিষয়ক সব নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি সোমবার।

এদিকে, পুরো ঘটনা তদন্তের ভার এনআইএকে দেয়ার দাবি জানায় কেন্দ্রীয় সরকার। গেলো বুধবার ফিরোজপুর যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর কৃষক আন্দোলনের মুখে পড়ে নরেন্দ্র মোদির গাড়ি বহর। পরে বাধ্য হয়ে দিল্লিতে ফেরত যান তিনি।
আরও পড়ুন: সুদানে জান্তা বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলা, নিহত ৩
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply