আন্তর্জাতিক যাত্রীদের জন্য ৭ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে ভারত সরকার। শুক্রবার (৭ জানুয়ারি) নতুন এই করোনা বিধিমালা জারি করে ভারত।
আগামী মঙ্গলবার (১১ জানুয়ারি) থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত। এ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিবৃতিতে জানানো হয়, ভারতে অবতরণ করা যাত্রীদের অবশ্যই এক সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। অষ্টম দিন করাতে হবে নমুনা পরীক্ষা। ফল পজেটিভ হলে, আক্রান্তকে রাখা হবে আইসোলেশন কেন্দ্রে।
আরও পড়ুন: মোদির নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগে ব্যস্ত কংগ্রেস-বিজেপি
ঝুঁকিপূর্ণ দেশের তালিকাও পরিবর্তন করেছে ভারত সরকার, অবশ্য সেখানে নেই বাংলাদেশের নাম। গত বৃহস্পতিবার, ইতালি থেকে অমৃতসরে নামা একটি ফ্লাইটের ১২৫ জনের দেহে শনাক্ত হয় করোনা। তাদের পৃথক করা হলে, পালিয়ে যায় ১৩ জন। এ ঘটনার পরই, নতুন কড়াকড়ি আরোপ করলো ভারত। দেশটিতে, ২৪ ঘণ্টায়ও শনাক্ত হয়েছে ১ লাখ ৪১ হাজারের বেশি সংক্রমণ।
এসজেড/
Leave a reply