করোনা পরিস্থিতি খারাপ হলেও এখনই লকডাউনের পরিকল্পনা নেই: পররাষ্ট্রমন্ত্রী

|

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

করোনা পরিস্থিতি খারাপ হলেও এখনই লকডাউনের বিষয়ে সরকারের কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে বিদেশি কূটনীতিকদের টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধনকালে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় তিনি বিদেশি কূটনীতিকদের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে করেন।

বুস্টার ডোজ গ্রহণ শেষে বাংলাদেশ নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী কোনো জরুরী প্রয়োজন ছাড়া ভারত ভ্রমণকে নিরুৎসাহিত করেন। তবে পরিস্থিতি বিবেচনায় স্থল বন্দর খোলা থাকবে বলে জানান তিনি।

বিদেশি কূটনীতিকদের টিকার বুস্টার ডোজ কর্মসূচির শুরুর দিনে ভারত, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), মালয়েশিয়া, ব্রাজিল, ভ্যাটিকান সিটিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা টিকা নিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়ামে কোভিড-১৯ টিকার বুস্টার ডোজের উদ্বোধন করা হয়। শুরুতে স্বাস্থ্যকর্মীদের পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ দেয়া হয়। এর ৯ দিনের মাথায় সাধারণ মানুষকে টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হয়। বুস্টার ডোজ দেয়া শুরুর ২১ দিনের মাথায় কূটনীতিকদের বুস্টার ডোজ দেয়া শুরু হলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply