নাটোরের গুরুদাসপুরে ২০১৬ সালের সিলেবাসে এইচএসসি পরীক্ষা দিয়েছে ১৫ জন শিক্ষার্থী। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে ৩ শিক্ষককে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে এই আদেশ দেন পরীক্ষা কমিটি। অভিযুক্ত শিক্ষকরা হলেন শামসুজ্জোহা কলেজের প্রভাষক লুৎফুল হক, রিতা রানী এবং আখের আলী। কেন্দ্র সচিব জানান, গতকাল এইচএসসি বাংলা ১ম পত্রের পরীক্ষায়, শামসুজ্জোহা কলেজের ৩০১ নম্বর কক্ষে ৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ২০১৬ সালের পুরাতন সিলেবাসের ১৫ জন শিক্ষার্থী ছিল। দায়িত্বরত শিক্ষকরা প্রশ্ন দেয়ার সময় পুরাতন সিলেবাসের ১৫টি প্রশ্ন ভুল করে নতুন সিলেবাসের পরীক্ষার্থীদের দেয়। পরীক্ষার্থীরা বিষয়টি বুঝতে না পেরে ওই প্রশ্নেই পরীক্ষা শেষ করে। ঘটনা জানাজানি হলে কেন্দ্র সচিব বিষয়টি যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত নেন।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply