আজ এল ক্লাসিকো, মহারণে লড়বে রিয়াল-বার্সা

|

ছবি: সংগ্রহীত

আজ আবারও এল ক্লাসিকোর লড়াই। স্প্যানিশ সুপার কাপের ১ম সেমিফাইনালে সৌদি আরবের রিয়াদে মুখোমুখি হবে দুই স্প্যামিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সেরা ছন্দে না থাকলেও এই ম্যাচে জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে চায় বার্সা। বিপরীতে প্রতিপক্ষকে সমীহ করেই দেখছে রিয়াল। মাঠে নিজেদের স্বাভাবিক খেলা খেলে ফাইনালে পা রাখতে চায় দুই দল।

চলতি মৌসুমটা কোনোভাবেই ভালো যাচ্ছে না বার্সেলোনার। মৌসুম শুরু হতে না হতেই চলে গেলেন মেসি। এরপর ধীরে ধীরে কাতালান ক্লাবটি ছিটকে পড়েছে লিগ শিরোপার দৌড় থেকে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়ে এখন তাদের জায়গা হয়েছে ইউরোপা লিগে। এই ম্যাচেও ইনজুরির তালিকাটা বেশ লম্বা বার্সেলোনার। খেলতে পারবেন না আনসু ফাতি, মার্টিন ব্রাথওয়েট, সার্জি রবার্তো, পেদ্রি, রোনাল্ড আরাউহো ও ফ্র্যাঙ্কি ডি ইয়ং।

এখানেই শেষ না, নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে হার চাকরিচ্যুত করেছে কোচ রোনাল্ড কোম্যানকে। লিগের প্রথম লেগের এল ক্লাসিকোর পর এবার ঘুরে দাঁড়ানোর মিশন। নতুন কোচ জাভি দায়িত্ব নিয়ে টেবিলের ছয়ে তুলে এনেছেন দলকে। সুপার কাপের প্রথম সেমিফাইনালে তাই নিজেদের সর্বোচ্চটা দেবার আভাস কোচ আর ফুটবলারদের। জাভি বলেন, এই ম্যাচে জয়টা আমাদের জন্য অনেক বেশি কিছু। খুব দরকার এল ক্লাসিকোতে জয় পাওয়াটা। প্রথমত, মৌসুমে একটি শিরোপার সম্ভাবনা টিকে থাকবে। আর রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে বহুগুণ। ওদের সাথে ম্যাচ মানেই আরও একটি ফাইনাল আমাদের জন্য।

এমন প্রত্যয়ের সুর শোনা গেছে বার্সা মিডফিল্ডার সার্জিও বুসকেটসের কণ্ঠেও। তিনি বলেন, সবাই এই লড়াইটার দিকে তাকিয়ে থাকে। দুই দলের লিগে কোথায় অবস্থান, পয়েন্ট কত এগুলো কিছুই ভাবে না কেউ। শুধু লড়াইটা উপভোগ করতে চায়। আশা করছি, দলের সবাই ইনজুরি আর করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে মাঠে নামবে। অনেকেই রিয়াল মাদ্রিদকে ফেভারিট মনে করতে পারে, কিন্তু আমরা মাঠে দেখাতে চাই নিজেদের অবস্থানটা।

নতুন কোচের অধীনে বার্সা যে রিয়ালকে ধরে ফেলেছে তা নয়। ১৭ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকা লস ব্লাঙ্কোস এখন ফর্মের তুঙ্গে। বার্সেলোনা দল হিসেবে যত গোল করেছে, রিয়াল মাদ্রিদের বেনজেমা আর ভিনিসিয়াস জুনিয়র গোল করেছেন এর থেকেও বেশি। তারপরও বাড়তি সতর্ক কোচ কার্লোস আনচেলত্তি। তিনি বলেন, এটা কঠিন ম্যাচ হবে। লিগের অবস্থান দিয়ে কখনোই এই ম্যাচের উত্তাপ বোঝা যায় না। শূন্য শূন্য দিয়ে ম্যাচ শুরু হবে, দেখা যাক কোথায় শেষ হয়।

আরও পড়ুন: যে কারণে উমতিতির সাথে চুক্তি নবায়নে খুশি বার্সা সমর্থকরা

দুই দলের কাউকেই সেরার তকমা দিতে চান না রিয়ালের টনি ক্রুস। তবে প্রতিপক্ষকে ছাড় দেবার কোনো সুযোগ নেই। ফাইনালে খেলতে মড়িয়া তারা। টনি ক্রুস বলেন, আমরা তাদের থেকে ভালো অবস্থানে আছি। কিন্তু অতীত অভিজ্ঞতা বলে এখানে কেউই ফেভারিট না। দুই দলই নিজেদের সেরাটা দিতে মড়িয়া থাকে। আর ফাইনালে যেতে কেউ কাউকে ছাড় দেবে না।

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হওয়া এবারের স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময় রাত ১টায় রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা।

আরও পড়ুন: নিজের বেড়ে ওঠা শহরে হত্যার হুমকি পেলেন এমবাপ্পে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply