লিওনেল মেসি এক ভদ্রবেশী প্রতারক: জের্জি দুদেক

|

ছবি: সংগৃহীত

সাবেক বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসিকে ভদ্রবেশী প্রতারক বলেছেন রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের সাবেক গোলরক্ষক জের্জি দুদেক। এছাড়া বার্সেলোনা ও সাবেক কোচ পেপ গার্দিওলাকে প্রতারক ও যন্ত্রণাদায়ক বলেও আখ্যা দিয়েছেন ২০০৫ সালে ইস্তাম্বুল ফাইনালের নায়ক জের্জি দুদেক।

এল ক্ল্যাসিকোর প্রাক্কালে উঠে আসছে স্প্যানিশ দুই জায়ান্ট ক্লাবের মধ্যকার তিক্ততার সব ঘটনা। গার্দিওলা-মরিনহোর সময়ে এল ক্লাসিকো ফুটবলীয় লড়াইয়ের জন্য যেমন ছিল বিখ্যাত, তেমনি সংঘাতের জন্যও হয়ে থাকবে চিরস্মরণীয়।

আরও পড়ুন: ইতালিয়ান সুপার কাপ ফাইনাল, লড়বে ইন্টার মিলান ও য়্যুভেন্টাস

রিয়ালের সাবেক দুই ডিফেন্ডার পেপে আর রামোসের সাথে করা মেসির অসভ্যতার কথাও উল্লেখ করেছেন জের্জি দুদেক। তিনি বলেন, মেসিকে দেখতে ভদ্র ও ভালো মানুষ মনে হলেও তিনি একদমই তা নন। তার মতো শান্ত একজন মানুষ যে পেপে ও রামোসকে এমন উসকানিমূলক কথা বলতে পারে তা মাঠে না থাকলে বিশ্বাসই করতাম না আমি।

আরও পড়ুন: আজ এল ক্লাসিকো, মহারণে লড়বে রিয়াল-বার্সা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply