বর্তমান ভাড়াতেই চলবে গণপরিবহন। বাসের চালক ও কর্মীদের বাধ্যতামূলক মাস্ক পরতে হবে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
বুধবার (১২ জানুয়ারি) দুপুরে, বাস ভাড়া ও যাত্রী পরিবহন নিয়ে বাস মালিক সমিতির সাথে বৈঠক শেষে বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান খোলা। যাত্রী পরিবহনের সংকটের কথা বিবেচনা করে যত সিট, তত যাত্রী নিয়ে বাস চলাচলের বিষয়ে আবেদন জানিয়েছে মালিক পক্ষ।
আরও পড়ুন: ‘আগামীকাল থেকে রাত ৮টার পর দোকানপাট বন্ধ থাকবে’
বৈঠকে আরও সিদ্ধান্ত হয় ভাড়া বৃদ্ধি যৌক্তিক নয়। বর্তমান ভাড়াতেই চালবে গণপরিবহন। শনিবার (১৫ জানুয়ারি) থেকে মানতে হবে স্বাস্থ্যবিধি।
/এনএএস
Leave a reply