আরও এক মন্ত্রীর পদত্যাগ, উত্তর প্রদেশে বিপাকে বিজেপি

|

দারা সিং চৌহান।

মন্ত্রিত্ব ছাড়লেন উত্তর প্রদেশের অনগ্রসর শ্রেণির নেতা রাজ্যটির বন ও পরিবেশমন্ত্রী দারা সিং চৌহান। বিভিন্ন সূত্রে জানা গেছে, সমাজবাদী পার্টিতে যোগ দিতে চলেছেন দারা সিং চৌহান। তার আকস্মিক পদত্যাগ বিজেপির জন্য বড় ধাক্কা হলেও দমে যায়নি বিজেপি। বিরোধী শিবিরের বেশকজন হেভিওয়েট নেতাকে দলে ভিড়িয়েছে তারাও। খবর ইন্ডিয়া টুডের।

বুধবার (১২ জানুয়ারি) রাজ্যসভার মন্ত্রিত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এর আগে গতকাল মঙ্গলবার মন্ত্রিত্ব ও বিজেপির রাজনীতি ছেড়ে দেয়ার ঘোষণা দেন রাজটির শ্রমমন্ত্রী স্বামীপ্রসাদ মৌর্য। নির্বাচনের আগে পরপর দুজন মন্ত্রীর পদত্যাগ মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে ক্ষমতাসীন বিজেপির জন্য।

তবে চুপ করে বসে নেই বিজেপিও। বুধবার তারা দলে টেনেছে এসপির বিধায়ক হরিওম যাদবকে। দলবিরোধী কাজের জন্য গত বছর বরখাস্ত হয়েছিলেন হরিওম। এছাড়াও, এসপির সাবেক বিধায়ক ধর্মপাল সিং ও সাহারানপুর জেলার বেহাট কেন্দ্রের কংগ্রেস বিধায়ক নরেশ সাইনিকেও দলে ভিড়িয়েছে বিজেপি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply