কক্সবাজারে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৪

|

ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন সাজা প্রদান করেছেন আদালত। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ মামলায় ৩ জনকে খালাস দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুনের আদালত এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল খালেক ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. কাজল, আমির হামজা, সেলিম উল্লাহ ও আব্দুল গফ্ফার।

রাষ্ট্রপক্ষের কৌশলী অতিরিক্ত পিপি মোজাফ্ফর আহমদ হেলালী জানান, ২০০৩ সালে কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় আক্তার হোসেন নামে একজন ব্যবসায়ীকে হত্যার দায়ে আদালত এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই কারাগারে রয়েছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply