কোহলির শাস্তি চান ভন

|

ছবি: সংগৃহীত

গতকাল শেষ হওয়া কেপ টাউন টেস্টে ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারের লেগ বিফোর আউট না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে ‘স্টাম্পের মাইকে’ নিজেদের ক্ষোভ প্রকাশ করেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি, লোকেশ রাহুল ও রবীচন্দ্রন অশ্বিন।

স্টাম্পের মাইকে ক্ষোভ প্রকাশের ধরনটা মোটেও ভালো লাগেনি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের। এজন্য কোহলির শাস্তি চান ভন।

হোবার্টে চলছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্ট। সেখানে ধারাভাষ্যকার হিসেবে ব্যস্ত সময় পার করছেন ভন। তার মাঝেই কেপ টাউনে কোহলিদের এমন কাণ্ড চোখে পড়েছে তার। এ বিষয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে কোহলির শাস্তি চান ভন।

অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টসকে ভন বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি ভারতীয়দের কাছ থেকে এই আচরণ অপ্রত্যাশিত। যেকোনো সিদ্ধান্ত কখনো পক্ষে যাবে, কখনো বিপক্ষে যাবে। তাদের মনে হয়েছে এটা তাদের পক্ষে যাওয়া উচিত ছিল। কোহলি ক্রিকেটের কিংবদন্তি। কিন্তু তার এমন আচরণ গ্রহণযোগ্য নয়। টেস্ট ক্রিকেটে এমন আচরণ ঠিক নয়।

তিনি আরও বলেন, আইসিসিকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। স্ট্যাম্প মাইক্রোফোনে অশ্বিন ও ভারতীয় অধিনায়ক যা করেছে, সেটা কোনভাবেই মেনে নেয়া যায়না।

কোহলির শাস্তির বিষয়ে ভন বলেন, একজন অধিনায়ক হিসেবে তার এমন আচরণ মেনে নেয়া যায়না। তার জরিমানা হওয়া উচিত, সম্ভব হলে নিষেধাজ্ঞা দেয়া উচিত। একজন অধিনায়ক হিসেবে একটা আন্তর্জাতিক ম্যাচে আপনি এমন আচরণ করতে পারেন না।

উল্লেখ্য, কেপ টাউনে দক্ষিণ আফ্রিকাকে ২১২ রানের টার্গেট দেয় ভারত। তৃতীয় দিন সেই টার্গেটে ব্যাট হাতে নেমে ২১তম ওভারে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারের বিপক্ষে লেগ বিফোর আউটের আবেদন করেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। সেই আবেদনে সাড়া দিয়ে আউট দেন দক্ষিণ আফ্রিকার অনফিল্ড আম্পায়ার মারাইস এরাসমাস। এতে রিভিউ নেন এলগার। রিভিউতে দেখা যায় বল উইকেটের উপর দিয়ে চলে যাচ্ছে। অথচ বল নিচের দিকেই ছিল। কিন্তু টিভির সেই রিপ্লে দেখে এবং থার্ড আম্পায়ার আউট বাতিল করলে ক্ষোভে ফুঁসে উঠেন কোহলির দল।

স্ট্যাম্প মাইকের কাছে গিয়ে ঝুঁকে ভারত অধিনায়ক কোহলি বলেন, দারুণ ডিআরএস, খুব ভাল খেললে। শুধু বিপক্ষ নয়, নিজের দলের দিকেও দেখো, সবসময় লোককে ধরতে চাইছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply